নাগোরনো-কারাবাখ নিয়ে তুরস্কের পক্ষেই কথা বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তিনি বলেছেন, আজারবাইজানকে সমর্থন দিয়ে তুরস্ক আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি।
মঙ্গলবার রাশিয়া ২৪ নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন। খবর ইয়েনি শাফাক-এর।
মস্কো প্রেসিডেন্ট বলেন, বাকু তাদের ভূখণ্ড পুনরায় দাবি করেছে এবং তাদের অধিকার রয়েছে তুরস্কসহ যে কোনো পরামর্শক পছন্দ করতে।
তিন বলেন, কারাবাখ ইস্যুতে তুরস্কের পদক্ষেপগুলো যে কোনো উপায়ে যোগ্য হতে পারে, তবে তুরস্ক আন্তর্জাতিক আইন লঙ্গনের বিষয়ে অভিযুক্ত নয়।
রাশিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন, নাগোরনো-কারাবাখ সমস্যা নিয়ে তুরস্ক শুরু থেকে মিনস্ক গ্রুপের সদস্য ছিল, তবে কখনোই সহ-সভাপতির মর্যাদা দেয়া হয় নাই।
পুতিন স্বীকার করেন রাশিয়া ও তুরস্ক প্রায়শই ভিন্ন অবস্থানে থাকে, তবে কূটনৈতিক উপায়ে উভয় দেশে সমঝোতায় পৌঁছতে সক্ষম হয়।
গত ১০ নভেম্বর রাশিয়ার সঙ্গে আজারবাইজান ও আর্মেনিয়া চুক্তি করে। চুক্তির অংশ হিসেবে কারাবাখে আগামী ৫ বছর রাশিয়ার সেনা পরিস্থিতি পর্যবেক্ষণে থাকবে। এতে মস্কোর ১৯৬০ সেনা আপার কারাবাখে দায়িত্ব পালন করবে।
এদিকে তুরস্কের সংসদ ইতিমধ্যে কারাবাখে তুর্কি সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছে।