মহানবী সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লাম এর ব্যাঙ্গচিত্র প্রকাশ করে ক্লাসের আলোচনা করার দায়ে ফ্রান্সের এক শিক্ষককে গলা কেটে হত্যা করেছিল ১৮ বছর বয়সী এক যুবক। মহানবী সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লাম বিদ্বেষী সেই শিক্ষককে হত্যা করার কারণে নিন্দা জানিয়েছে সৌদি আরব।
শনিবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় মহানবী সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লাম বিদ্বেষী সেই শিক্ষকের পরিবার ও ফরাসি নাগরিকদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলে, নিহতের পরিবার, ফরাসি সরকার ও দেশটির সব নাগরিকের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে সৌদি আরব।
বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, সব ধরনের সহিংসতা, উগ্রবাদ প্রতিরোধে সক্রিয় সৌদি আরব। তাছাড়া ধর্মীয় নিদর্শনাবলীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, ধর্মের প্রতি অবজ্ঞা ও কটূক্তি করা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান করা হয়।
সূত্র : আরব নিউজ