নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতনের মূল হোতা দেলোয়ারকে আদালতে নেয়া হয়েছে। তিন মামলায় তার ১৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ।
জেলার মুখ্য বিচারিক আদালতে হাজির করে ধর্ষণ মামলায় সাতদিন এবং অস্ত্র ও বিস্ফোরক আইনে পাঁচদিন করে ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ।
নির্যাতনের শিকার ওই নারীর দায়ের করা ধর্ষণ মামলায় দোলোয়ার হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। গত ৫ অক্টোবর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্রসহ দেলোয়ারকে আটক করে র্যাব। পরদিন দেলোয়ারের মাছের ঘের থেকে হাতবোমা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা করে রেব।
এছাড়া, নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্ণোগ্রাফি আইনে ওই নারীর দায়ের করা আরো দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।