শনিবার, জুলাই ২৭, ২০২৪

বাংলাদেশ থেকে আরো বেশি দক্ষ জনশক্তি নিতে কুয়েতকে পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধ

বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ জনশক্তি গ্রহণ করার জন্য কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আহমেদ নাসের আল-মুহাম্মাদ আল-সাবাহকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

রবিবার (১৮ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উজবেকিস্থানের রাজধানী তাসখন্দে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গত শুক্রবার (১৬ জুলাই) বৈঠককালে
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কুয়েতে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য সুবিধাজনক পরিবেশ তৈরির করার বিষয়ে জোর দিয়েছেন আব্দুল মোমেন। এছাড়া শান্তিরক্ষা বাহিনী ও দক্ষিণ-দক্ষিণ অর্থায়ন উন্নয়ন ফোরাম গঠনের বিষয়ে কথা বলেন তিনি।

এদিকে কুয়েতের স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করার জন্য বাংলাদেশের সহায়তা চেয়েছেন সাবাহ।

উভয় মন্ত্রী ‘সেন্ট্রাল এন্ড সাউথ এশিয়া: রিজিওনাল কানেক্টিভিটি, চ্যালেঞ্জেস এন্ড অপরচুনিটি’ বিষয়ক এক আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণের জন্য তাসখন্দে গিয়েছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img