মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

ডিএনসিসি’র প্রতিটি বস্তিতে ফায়ার হাইড্রেন্ট বসানো হবে: মেয়র আতিক

মেয়র মো. আতিকুল ইসলাম জানিয়েছেন, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রতিটি বস্তিতে পর্যায়ক্রমে ফায়ার হাইড্রেন্ট বসানো হবে।

বৃহস্পতিবার (১৮ মে) রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে সমন্বিত কমিউনিটি অগ্নিনির্বাপক ও পানি সরবরাহ ব্যবস্থার আওতায় ফায়ার হাইড্রেন্ট স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ২০২১ সালে মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন লাগে। তখন আমি বলেছিলাম এখানে আমি একটি ফায়ার হাইড্রেন্ট বসাতে চাই। জনবসতি রয়েছে এমন এলাকায় ফায়ার হাইড্রেন্ট লাগবেই। ফায়ার হাইড্রেন্ট লাগবে, ভলান্টিয়ার লাগবে।

তিনি আরও বলেন, এখানে একটি চৌবাচ্চা, হোস পাইপ ও ১৭ জন ফায়ারকর্মী থাকবে। আগুন লাগলে সঙ্গে সঙ্গে ফায়ার অ্যালার্ম বাজবে। আগুন লাগলে কী করতে হবে, ইমারর্জেন্সি সময় কে কোন দিক থেকে বের হবে, তা দেখিয়ে দেওয়া হয়েছে। এটি একটি মডেল। এখানে ৬০ হাজার লিটার পানি ব্যবস্থা করা হয়েছে। ৪০ হাজার লিটার পানি থাকবে রিজার্ভ এবং ২০ লিটার পানি থাকবে গৃহস্থালি কাজের জন্য।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img