বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

আদর্শের পথে অবিচল থেকে এগিয়ে যাচ্ছে ‘ইনসাফ’

গাজী সানাউল্লাহ রাহমানী | মিডিয়া আলোচক


অর্ধযুগ পেরিয়ে সফলতার পথে এগিয়ে চলছে অনলাইন পত্রিকা ‘ইনসাফ টোয়েন্টিফোর ডটকম’। এই কঠিন সময়ে একটি সত্য ধারার গণমাধ্যমকে কতগুলো বাধা অতিক্রম করে পথ চলতে হয়, টিকে থাকতে হয়। এটা কেবল তারাই বুঝেন, যারা কোনো-না-কোনোভাবে গণমাধ্যমের সঙ্গে যুক্ত।

সকল বাধা বিপত্তি পেরিয়ে আর আদর্শের পথে অবিচল থেকে এগিয়ে যেতে পারা নিঃসন্দেহে একটি কঠিন বিষয় এবং সময়ের কষ্টিপাথরে লেখা সাফল্যের গল্প। এ গল্প ইতিমধ্যে ‘ইনসাফ’ রচনা করতে পেরেছে। এজন্য ‘ইনসাফ’ পরিবারকে আমার পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ ও কৃতজ্ঞতা।

তবে একটি কথা না বললেই নয়, সফলতার পথে যখন আপনি এগিয়ে যাবেন, আস্থা -দায়িত্ব ও পাঠকদের প্রতি আন্তরিকতার জায়গাটি, দায়বদ্ধতার জায়গাটি আরও শক্তিশালী হবে। তাই ‘ইনসাফ’ স্বপ্নের পথে, সাফল্যের পথে এগিয়ে যাবে সততার সাথে এবং দায়বদ্ধতার সাথে। আমরা ইনসাফ এর সকল কাজের শুভাকাঙ্ক্ষী। ইনসাফ পরিবারের প্রতি অনেক অনেক কল্যাণ ও মোবারকবাদ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img