বুধবার, মে ১, ২০২৪

ইসরাইলের যেকোনো হামলা মোকাবিলায় প্রস্তুত ইরান

দামেস্কে ইরানের একটি কূটনৈতিক ভবনে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী হামলার প্রতিশোধ হিসেবে গত ১৩ এপ্রিল সরাসরি ইসরাইলে হামলা চালায় ইরান।

ইসরাইল বলেছে, তারা ইরানে পাল্টা হামলা চালাবে। হামলার বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করতে বুধবার ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভা বৈঠক করেছে।

এদিকে, ইসরাইলের যেকোনও ধরনের হামলা মোকাবিলায় ইরানের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে তেহরান।

বুধবার (১৭ এপ্রিল) ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়।

দেশটির বিমানবাহিনী বলেছে, ইসরাইলের যেকোনও পদক্ষেপ মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে।

একই দিনে ইরানের নৌবাহিনীর কমান্ডার বলেছেন, তারা লোহিত সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দিচ্ছে।

ইরানের সশস্ত্র দিবস উপলক্ষে বুধবার তেহরানে এক সামরিক প্যারেডে অংশ নিয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, ‌‌আমাদের মাটিতে ইহুদিবাদী ইসরায়েলের যে কোনও ধরনের হামলার কঠোর জবাব দেওয়া হবে।

একই অনুষ্ঠানে ইরানের বিমান বাহিনীর কমান্ডার সতর্ক করে দিয়ে বলেন, ইরানের হাতে থাকা রাশিয়ার তৈরি সুখোই-২৪ যুদ্ধবিমানসহ অন্যান্য বিমান ইসরায়েলি হামলার মোকাবিলা করার জন্য সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img