বৃহস্পতিবার, মে ৯, ২০২৪

পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি হামলা; নিহত অন্তত ৮

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে সীমান্তবর্তী খোস্ত ও পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এই হামলায় আফগানিস্তানে ৫ পাঁচ নারী ও ৩ শিশু নিহত হয়েছেন। হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানেও পাল্টা হামলা চালিয়েছে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার।

পাকিস্তানে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জন্য কারা দায়ী তা নিয়ে প্রতিবেশি দুই দেশের ব্যাপক বিতর্কের মাঝেই এই হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে।

পাকিস্তান বলছে, সন্ত্রাসীরা আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে আফগানিস্তান ইসলামাবাদের এই অভিযোগ অস্বীকার করেছে।

এক বিবৃতিতে আফগান প্রশাসনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তান কাউকে আফগান ভূখণ্ড ব্যবহার করে নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে আপস করার অনুমতি দেয় না।

তিনি বলেন, পাকিস্তানের হামলায় পূর্বাঞ্চলীয় সীমান্ত লাগোয়া খোস্ত ও পাকতিকা প্রদেশে পাঁচ নারী ও তিন শিশু নিহত হয়েছে।

অপর এক বিবৃতিতে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা বিমান হামলার জবাবে সীমান্তে পাকিস্তানি সেনাদের লক্ষ্যবস্তু বানিয়েছে। তবে পাকিস্তানের সেনাবাহিনী ও পররাষ্ট্র দপ্তর এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

সূত্র: রয়টার্স

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img