ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনব্যাপী ৪৯তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার (১৬ মার্চ) ও শুক্রবার। এ অধিবেশনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি সম্পর্কে সংস্থাটির কন্টাক্ট গ্রুপকে (যোগাযোগ বিভাগ) অবহিত করেন। এতে কন্টাক্ট গ্রুপ জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
এ অধিবেশনে পাক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরেন।
তিনি বলেন, ভারত লাখ লাখ অ-কাশ্মীরি জনগনকে এ অঞ্চলে মিথ্যা বাসস্থান তৈরি করে দিয়েছে। পাশাপাশি আইন প্রণয়নের মাধ্যমে তাদেরকে এ অঞ্চলে জমি কেনা ও মালিকানার অনুমতি প্রদান করা হয়েছে। এর মাধ্যমে ভারত কাশ্মীরিদের ভূমিতে তাদেরকেই সংখ্যালঘুতে রূপান্তর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, ভারতের এ কর্মকাণ্ডগুলো স্পষ্ট আন্তর্জাতিক আইন বিশেষত চতুর্থ জেনেভা কনভেনশনের লঙ্ঘন।
ওআইসি মহাসচিব সদস্য দেশগুলিকে আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীরের ন্যায়সঙ্গত অধিকার ও তাদের উপর নির্যাতনের জন্য ভারতকে দায়ী করার অনুরোধ করেছেন।
এছাড়াও কন্টাক্ট গ্রুপটি জম্মু ও কাশ্মীরের জনগণের মানবাধিকার লঙ্ঘন বন্ধ করার দাবি জানায়। পাশাপাশি জম্মু ও কাশ্মীর সমস্যা সমাধানে ইউএনএসসি রেজোলিউশন ও জনগণের মতামত অনুযায়ী ভারতকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের আগস্টে ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকার। এরপর থেকে উপত্যকাটির স্বাধীনতাকামী যোদ্ধা ও জনগণের উপর নিপীড়ন চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী।
সূত্র: কেএমএস