বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

ইসরাইলের সমস্ত এলাকায় এখন হামলা চালাতে সক্ষম হামাস

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের যেকোনো জায়গায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের হামলা চালাতে সক্ষম বলে জানিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য মাহমুদ আজ-জাহার।

তিনি বলেছেন, ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের যেকোনো জায়গায় এখন তার সংগঠন হামলা চালাতে সক্ষম। ১৯৮৭ সালে এই সংগঠন যখন গঠিত হয় তখন তার শক্তি সামর্থ্য ছিল একেবারে শুরুর পর্যায়ে কিন্তু এখন এ সংগঠন অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে।

মাহমুদ আজ-জাহার গত (বুধবার) ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেলকে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, একেবারে শূন্য হাতে হামাস পথচলা শুরু করে এবং শত্রুদের সঙ্গে পাথর দিয়ে লড়াই করেছে কিন্তু এখন তার যেসব ক্ষমতা অর্জিত হয়েছে তাতে সমস্ত অধিকৃত ভূখণ্ড হুমকির মুখে পড়েছে।

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে লড়াই সীমাহীন উল্লেখ করে হামাসের এ নেতা বলেন, হামাসের সাম্প্রতিক সামরিক মহড়া নিশ্চিত করে দিয়েছে যে, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে প্রতিরোধকামী এ সংগঠন লড়াইয়ের জন্য প্রস্তুত। হামাস আরো প্রমাণ করে দিয়েছে যে, আল-কুদস এবং আল-আকসা মসজিদ রক্ষার ক্ষেত্রে তারা আপোষহীন।

৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেড গাজা উপত্যকায় সামরিক মহড়া চালিয়েছে।

পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img