আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য নিয়ে যারা উল্টাপাল্টা কথা বলছেন তাদের মনে রাখা দরকার এটা পাকিস্তান নয়, এটা স্বাধীন বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশে এই ধরনের বক্তব্য বরদাশত করা হবে না। এই কুচক্রীদের বিরূদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।
উল্লেখ্য, রাজধানীর ধূপখোলায় বঙ্গবন্ধুর নামে নির্মাণাধীন ভাস্কর্য না করে স্মৃতিস্তম্ভ বা মিনার করার আহ্বান জানিয়ে গত ১৩ নভেম্বর জুম’আর নামাজ শেষে ধূপখোলা মাঠে এক সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই দিন রাজধানীর বিএমএ অডিটোরিয়ামে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে শানে রিসালাত কনফারেন্সে বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব ও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মামুনুল হকও বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের পরিবর্তে আল্লাহ তায়ালার নাম সম্বিলিত মিনার স্থাপনের দাবি জানান।
এছাড়াও দেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ভাষ্কর্যের বদলে আল্লাহ তায়ালা, কুরআন ও হাদিসের বাণী সম্বলিত মিনার স্থাপন করার আহ্বান জানানো হয়।