সিলেটের আখালিয়াস্থ কুমারগাঁও ১২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি সিলেটের ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় ফায়ার সার্ভিসের একাধিক টিম। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এ বিষয়টি খতিয়ে দেখছে ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ একটি দল। কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ একটা আওয়াজ শুনে তারা দেখতে পান আগুনের শিখা। এরপরেই আগুন বৃদ্ধি পেতে থাকে। তবে আগুন লাগার স্পষ্ট কোনো কারণ তারাও জানাতে পারেননি।