বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

‘আই অ্যাম ব্যাক’, কাশ্মীরের ক্ষমতায় বসেই বললেন ওমর আব্দুল্লাহ

উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপিকে হটিয়ে গতকাল জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর পদে শপথ নিয়েছেন ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ।

এরপর এক এক্স (সাবেক টুইটার) বার্তায় নিজের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ‘আই অ্যাম ব্যাক।’ তার এই ক্যাপশনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। কমেন্ট সেকশনে তাকে স্বাগত জানিয়েছে হাজার হাজার মানুষ। ‌

এই নিয়ে দ্বিতীয়বারের মতো জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হয়েছেন ওমর আব্দুল্লাহ। এর আগে ২০০৯ সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

উল্লেখ্য, একই দিনে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুরিন্দর কুমার চৌধুরী। জম্মু ও কাশ্মীরের বিজেপি প্রধান রবিন্দর রায়নাকে পরাজিত করেছেন তিনি। এদিন নির্দলীয় প্রার্থী সতীশ শর্মা এবং ন্যাশনাল কনফারেন্সের সাকিনা ইতু, জাভিদ দার, সুরিন্দর চৌধুরী এবং জাভিদ রানাসহ মোট পাঁচজন বিধায়ক শপথ নিয়েছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img