বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪

উচ্চস্বরে আল্লাহু আকবারের তাকবীর দিয়েছিল প্যারিসের সেই যুবক

ফ্রান্সের একটি শিক্ষা প্রতিষ্ঠানে মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহী ওয়াসাল্লাম এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের কারণে ইসলামবিদ্বেষী এক শিক্ষককে গলাকেটে হত্যা করেছিল ১৮ বছর বয়সী এক যুবক। হত্যার পর ওই যুবক উচ্চস্বরে আল্লাহু আকবার তাকবীর দিয়েছিল বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট।

শুক্রবার (১৬ অক্টোবর) স্থানীয় সময় বিকেল পাঁচ টায় প্যারিসের উত্তর-পশ্চিমে ‘কনফ্ল্যানস স্যান্তে-হোনরিন’ অঞ্চলে এই ঘটনা ঘটে।

ইসলামবিদ্বেষী ওই শিক্ষককে হত্যা করার কারণে দেশটির পুলিশ ওই শিক্ষার্থীকে গুলি করে মেরে ফেলেছে।

ঘটনার বিস্তারিত সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার বিকেল পাঁচ টায় প্যারিসের উত্তর-পশ্চিমে ‘কনফ্ল্যানস স্যান্তে-হোনরিন’ অঞ্চলে একটি স্কুলের কাছে ঘটে এই ঘটনা। পুলিশ জানিয়েছে, হামলার শিকার ঐ ব্যক্তি ইতিহাসের শিক্ষক ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেন, সন্দেহভাজন হামলাকারী ব্যক্তির সঙ্গে একটি ছুরি ও বন্দুক ছিল, গ্রেফতারের সময় ঘটনাস্থল থেকে ৬০০ মিটার দূরে পুলিশের গুলিতে নিহত হয়েছেন তিনি।

দেশটির প্রেসিডেন্ট এমাম্যুয়েল ম্যাক্র ঘটনাস্থল পরিদর্শন করছেন বলে খবরে বলা হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img