শনিবার, জুলাই ২৭, ২০২৪

আল আকসায় সহিংসতার আশঙ্কা; ফিলিস্তিনি যুবকদের প্রস্তুত থাকতে হামাসের আহ্বান

মুসলিমদের প্রথম কিবলা ফিলিস্তিনের মসজিদুল আকসা রক্ষায় পবিত্র বায়তুল মুকাদ্দাসের সব তরুণকে সার্বক্ষণিক প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।

আগামী সোমবার (১৯ জুলাই) আরাফা দিবস পর্যন্ত মসজিদুল আকসার দিকে সব ফিলিস্তিনিকে যাত্রা অব্যাহত রাখতে আহ্বান জানায় হামাস।

ইহুদিবাদী উপশহরবাসীদের ষড়যন্ত্র নস্যাতে সারাদিন প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে হামাস গাজার প্রতিরোধ সংগ্রামীদেরকে তাদের আঙুল অস্ত্রের ট্রিগারে রাখতে বলেছে। যাতে করে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল বুঝতে পারে মসজিদুল আকসা রক্ষায় ফিলিস্তিনিরা সদাপ্রস্তুত রয়েছে এবং এ ব্যাপারে কোনো ধরণের ছাড় দেওয়া হবে না।

এছাড়া ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ধৈর্যের পরীক্ষা না নিতেও দখলদার ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে হামাস।

ইসরাইলের চরমপন্থী কয়েকটি ইহুদিবাদী গোষ্ঠী আগামীকাল ১৮ জুলাই মসজিদুল আকসা অবমাননা করার আহ্বান জানিয়ে লিফলেট বিলি করার পর এ আহ্বান জানালো হামাস। এছাড়া বায়তুল মুকাদ্দাসের পুরোনো দেওয়ালের চারপাশে মিছিল করতেও ইহুদিবাদীদের প্রতি আহ্বান জানিয়েছে একটি উগ্র দখলদার সংগঠন।

সূত্র : পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img