মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

ইরান-ইসরাইল উত্তেজনা প্রসঙ্গে যা বললো আফগানিস্তান

গাজ্জা গণহত্যা থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরাতে সিরিয়ায় অনুপ্রবেশ ও কনস্যুলেটে হামলা চালিয়েছে জায়োনিস্ট ইসরাইল।

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা প্রসঙ্গে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের অবস্থান স্পষ্ট করে দেশটির তালেবান নেতৃত্বাধীন সরকার।

এই উদ্দেশ্যে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, গাজ্জা গণহত্যা থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরাতে সিরিয়ায় অনুপ্রবেশ ও উসকানি স্বরূপ ইরানের কনস্যুলেটে হামলা চালিয়েছে জায়োনিস্ট ইসরাইল। অবিরাম অপরাধ করে যাওয়ার ধারাবাহিকতায় দেশটি গত পহেলা এপ্রিল সব ধরনের কূটনৈতিক নীতি ও আন্তর্জাতিক আইন ভঙ্গ করে। দামেস্কের কনস্যুলেটকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করে। তাই ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান ইরানের পাল্টা হামলাকে আত্মরক্ষামূলক এবং বৈধ বলে মনে করে।

বিবৃতিতে অত্র অঞ্চল ও কার্যকরী পদক্ষেপে সক্ষম পৃথিবীর সকল দেশকে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পক্ষ থেকে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের রাষ্ট্রীয় সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে জোর প্রচেষ্টা চালানোর আহবান জানানো হয়। যাতে আঞ্চলিক সংকট বেড়ে না দাঁড়ায়। গাজ্জা গণহত্যার অবসান হয়।

সূত্র: আল ইমারাহ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img