রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

ভারতে বাণিজ্য মিশন স্থগিত করল কানাডা

কানাডা পূর্ব পরিকল্পিত ভারতের একটি বাণিজ্য মিশন স্থগিত করেছে বলে জানিয়েছেন দেশটির বাণিজ্যমন্ত্রী মেরি এনজি।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) মেরি এনজি এ তথ্য জানিয়েছেন। তবে মিশনটি স্থগিত করার কোনো কারণ তিনি উল্লেখ করেননি।

নাম প্রকাশ না করার শর্তে কানাডার একজন কর্মকর্তা বলেছেন, নয়াদিল্লিতে সদ্য সমাপ্ত জি-২০ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কানাডাকে তিরষ্কার করার কয়েক দিন পরেই এমন ঘোষণা এলো। এটি দুই দেশের উত্তেজনাপূর্ণ কূটনৈতিক সম্পর্কের স্পষ্ট প্রতিফলন।

বাণিজ্যমন্ত্রীর মুখপাত্র শান্তি কসেন্টিনো কোনও কারণ উল্লেখ না করে গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা ভারতের আসন্ন বাণিজ্য মিশনটি স্থগিত করছি।

গত ৯ ও ১০ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে ভারতের প্রধানমন্ত্রি নরেদ্র মোদি বিশ্বের অনেক দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করলেও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে করেননি। শুধু পাঁচ দিন আগে একটি অনানুষ্ঠানিক সংক্ষিপ্ত বৈঠকের অনুমতি দিয়েছিলেন।

সূত্র: রয়টার্স

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img