রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

আরেকটি মামলা থেকে জামিন পেলেন ইমরান খান

ইমরান খানকে আরেকটি মামলা থেকে জামিন ও মুক্তির আদেশ দিলো আদালত।

বুধবার (১৫ মে) ১৯০ মিলিয়ন পাউন্ড রেফারেন্স মামলার সংক্ষিপ্ত রায় ঘোষণা করে ইসলামাবাদ হাইকোর্ট।

রায়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে করা ১৯০ মিলিয়ন পাউন্ড রেফারেন্স মামলার জামিন মঞ্জুরের ঘোষণা দেন হাইকোর্টটির প্রধান বিচারপতি আমের ফারুক ও বিচারক তারেক মাহমুদ জাহাঙ্গীর। আদেশ দেন ১ মিলিয়ন রুপি মুচলেকা দেওয়ার ও কারাগার থেকে মুক্তির।

উক্ত মামলায় জামিন ও মুক্তি পেলেও সাইফার দুর্নীতি ও নেকাহে ইদ্দতের মামলার কারণে কারাগারেই থাকতে হবে ষড়যন্ত্রের শিকার দেশটির সাবেক প্রধানমন্ত্রীকে।

এর পূর্বে সাইফার দুর্নীতি মামলায় ১৪ বছরের, তোশাখানা মামলায় ১০ বছরের, নেকাহে ইদ্দত মামলায় ৭ বছরের সাজা শুনিয়েছিলো দেশটির আদালত। খারিজ করেছিলো ১৯০ মিলিয়ন পাউন্ড রেফারেন্স মামলার জামানত। পরবর্তীতে এসব মামলার রায়ের বিরুদ্ধে আপিল করা হলে তোশাখানা মামলার রায় বাতিল করা হয়। আদেশ দেওয়া হয় সসম্মানে মুক্তির। আজ ১৯০ মিলিয়ন পাউন্ড রেফারেন্স মামলায় থেকেও নিষ্কৃতি পান তিনি।

সংবাদমাধ্যমের তথ্যমতে, নেকাহে ইদ্দত মামলা খারিজের আবেদনের শুনানি আগামী ২৩ মে হওয়ার কথা রয়েছে।

সূত্র: এআরওয়াই নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img