মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

রাফাহ-য় নতুন করে বিমান হামলা শুরু করলো ইসরাইল; এখন পর্যন্ত নিহত ৪

অবরুদ্ধ গাজ্জার সীমান্ত শহর রাফাহতে নতুন করে বিমান হামলা শুরু করলো বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

মঙ্গলবার (১৬ এপ্রিল) লক্ষাধিক বাস্তুচ্যুত ফিলিস্তিনির আশ্রয়স্থলে পরিণত হওয়া শহরটিতে হামলা শুরু করা হয়।

সংবাদমাধ্যমের তথ্যমতে, শহরটির তেল আস-সুলতানিয়ার এক ভবনে সর্বপ্রথম হামলা চালানো হয়। এতে এখন পর্যন্ত ৪ জন নিহত ও ডজনখানেক ফিলিস্তিনি গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটে।

সংবাদমাধ্যমে আরো বলা হয়, কিছুক্ষণ পূর্বে শুরু করা বিমান হামলা এখনো অব্যাহত রেখেছে ইসরাইল। লক্ষাধিক বাস্তুচ্যুত ফিলিস্তিনির আশ্রয়স্থলে পরিণত হওয়া শহরটির বিভিন্ন অংশে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার অবৈধ রাষ্ট্রটির সেনারা।

উল্লেখ্য, ব্রিটেন, আমেরিকা ও ইউরোপের প্রত্যক্ষ মদদে গাজ্জায় গণহত্যা পরিচালনা করে যাচ্ছে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। অবৈধ রাষ্ট্রটির হামলায় এখন পর্যন্ত ৩৩ হাজার ৭৯৭ ফিলিস্তিনি নিহত হয়। আহত হয় ৭৬ হাজার ৪৬৫ জন। তন্মধ্যে শিশুর সংখ্যাই রয়েছে সাড়ে ১৪ হাজারের বেশি।

সূত্র: আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img