ব্যারিস্টার মওদুদ আহমেদের ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মঙ্গলবার (১৬ মার্চ) এক বিবৃতিতে ব্যারিস্টার মওদুদ আহমেদের ইন্তেকালে শোক প্রকাশ করেন।
বিবৃতিতে মাওলানা ইউনুছ আহমাদ বলেন, বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায় ছিলো ব্যারিস্টার মওদুদ আহমেদ। ব্যারিস্টার মওদুদ আহমেদ বাংলাদেশের রাজনীতিতে চির স্বরণীয় হয়ে থাকবেন।
তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানিয়ে তার রুহের মাগফিরাত কামনা করেন।