রবিবার | ১৩ জুলাই | ২০২৫

আমেরিকার অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের পদত্যাগের ঘোষণা

spot_imgspot_img

আমেরিকার অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার সোমবার বলেছেন, তিনি পরবর্তী সপ্তাহে পদত্যাগ করবেন। খবর সিএনএনের।

গত নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিশাল ব্যবধানে পিছিয়ে থাকলেও এখনো পরাজয় স্বীকার করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরু থেকেই তাকে সমর্থন করে আসছিলেন বার। কিন্তু অবস্থান বদলে ফেলায় বারের সঙ্গে ট্রাম্পের মনোমালিন্য শুরু হয়।

বারের পদত্যাগের বিষয়টি টুইটারে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট টুইটারে লিখেছেন, এই মাত্র হোয়াইট হাউজে বারের সঙ্গে হওয়া সাক্ষাৎটা দারুণ ছিল। তিনি চমৎকারভাবে তার দায়িত্ব পালন করেছেন। ছুটির দিনগুলি পরিবারের সঙ্গে কাটানোর জন্য বড়দিনের আগেই তিনি দায়িত্ব ছাড়ছেন।

ট্রাম্প টুইটারে আরও বলেছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেফ রোজেন অ্যাটর্নি জেনারেল বারের দায়িত্ব গ্রহণ করবেন। রিচার্ড ডোনোগ ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব নেবেন।

নির্বাচন নিয়ে মনোমালিন্য শুরু হওয়ায় ট্রাম্প বেশ কিছুদিন ধরে বারকে বহিষ্কার করতে চেয়েছিলেন। এ বিষয়ে সহযোগীরা ট্রাম্পকে নিরুৎসাহিত করেছিলেন। তবে অবস্থান বদলাননি ট্রাম্প।

যদিও হোয়াইট হাউজ বলছে, বারকে পদত্যাগ করতে বলা হয়নি কিংবা তাকে বহিষ্কারও করা হয়নি। তিনি নিজে থেকেই সরে দাঁড়িয়েছেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img