শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

এফবিআই আমেরিকানদের জন্য হুমকি: মেলেনিয়া ট্রাম্প

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই আমেরিকানদের গোপনীয়তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলেনিয়া ট্রাম্প।

তিনি বলেন, এফবিআই ফ্লোরিডায় আমার বাড়িতে অভিযান চালিয়েছিলো। তারা আমার একান্ত ব্যক্তিগত জিনিস তল্লাশি করে। এটি শুধু আমার ক্ষেত্রে হয়েছে এমন নয়। তারা এখন পর্যন্ত বিভিন্নভাবে অনেকের প্রাইভেসি লঙ্ঘন করেছে। এটি সকল আমেরিকানদের জন্য হুমকি।

শনিবার (১৪ সেপ্টেম্বর) তার প্রকাশিতব্য ৪র্থ বইয়ের প্রচারণামূলক এক ভিডিওতে তিনি একথা বলেন।

আমেরিকার সাবেক এই ফার্স্ট লেডি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে অযৌক্তিক তল্লাশি ও জিনিসপত্র জব্দের যে নিষেধাজ্ঞা রয়েছে তা তুলে ধরেন। ২০২২ সালে সরকার ও প্রশাসন ডোনাল্ড ট্রাম্পের মামলা ইস্যুতে তার বাড়িতে তার একান্ত ব্যক্তিগত জিনিসপত্রের যে তল্লাশি নিয়েছে ও জিনিসপত্র জব্দ করেছে এর সমালোচনা করেন।

তিনি বলেন, সরকার ও প্রশাসনকে আমাদের স্বাধীনতা ও অধিকারকে অবশ্যই সম্মান করতে হবে।

সূত্র: আনাদোলু

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img