বিশ্বের প্রথম রোবটের মাধ্যমে ১৬ বছর বয়সী এক কিশোরের হৃদপিণ্ড সফলভাবে প্রতিস্থাপন করেছে সৌদি আরব। এতে কিশোরের বুক ফাড়ার কোন প্রয়োজন পড়েনি। তবে করতে হয়েছে ছোট্ট একটি ছিদ্র। যা ৬-৭ সেন্টিমিটারের মতো।
সৌদি আরবের কিং ফয়সাল বিশেষায়িত হাসপাতাল ও গবেষণা কেন্দ্রে এই অস্ত্রপচারটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
হৃদরোগে আক্রান্ত এই শিশুটির অস্ত্রোপচারের প্রধান দায়িত্বে ছিলেন কার্ডিয়াক সার্জন ডাঃ ফেরাস খলিল।
তিনি জানিয়েছেন, রোবটের মাধ্যমে অস্ত্রোপচারটি সম্পন্ন হয়েছে। এক্ষেত্রে বুক ফাড়ার কোন প্রয়োজন পড়েনি। আর সময় লেগেছে মাত্র আড়াই ঘন্টা। এই পদ্ধতিতে অস্ত্রোপচার পরবর্তী জটিলতা অনেক কম। এছাড়া রোগী খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে বলেও আশা করা যায়।
উল্লেখ্য, গত বছর বিশ্বে প্রথমবারের মতো রোবটের মাধ্যমে সফলভাবে লিভার প্রতিস্থাপন করেছিল সৌদি আরব।
সূত্র: আল আরাবিয়া ইংরেজি