চীনা সর্বাধুনিক প্রযুক্তির প্রদর্শনী পরিদর্শন করলেন আফগানের ইমারাত ইসলামিয়া সরকারের প্রতিনিধিরা।
শনিবার (২৩ নভেম্বর) দেশটির তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, চীনা সর্বাধুনিক প্রযুক্তির ৩য় দিনের প্রদর্শনী পরিদর্শন করেছেন তথ্য ও যোগাযোগমন্ত্রী মাওলানা নাজিবুল্লাহ হায়াত হক্কানীর নেতৃত্বাধীন একটি সরকার প্রতিনিধি দল। আন্তর্জাতিক ইন্টারনেট কনফারেন্সে অংশগ্রহণ শেষে তা পরিদর্শনে যান তারা। আয়োজক দেশ চীনের প্রযুক্তি প্রতিনিধিরা প্রদর্শনীতে আসা সর্বাধুনিক প্রযুক্তি পণ্য ও সরঞ্জামাদির বিশেষত্ব ও বিস্তারিত বিবরণ তাদের নিকট তুলে ধরেন।
এর পূর্বে আন্তর্জাতিক ইন্টারনেট কনফারেন্সে বক্তৃতায় তথ্য ও যোগাযোগমন্ত্রী বর্তমান পৃথিবীতে ইন্টারনেট ও প্রযুক্তির অপরিহার্যতার কথা স্বীকার করে নেন। মানুষের কল্যাণে এর ব্যবহার নিশ্চিত করার প্রতি গুরুত্বারোপ করেন। প্রযুক্তি ও প্রযুক্তিগত অবকাঠামো আরো সহজলভ্য করতে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মাঝে পারস্পরিক সহযোগিতার প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেন। AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সঠিক ও দায়িত্বশীল ব্যবহারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। আহবান জানান স্বল্পোন্নত দেশগুলোর ডিজিটাল বিচ্ছিন্নতা কাটাতে এগিয়ে আসার।
সংবাদমাধ্যমের তথ্যমতে, ভবিষ্যতের বৈশ্বিক ডিজিটাল সংযোগকে সামনে রেখে গত ১৯ নভেম্বর থেকে চীনের ওঝেনে ৩দিন ব্যাপী এই ইন্টারনেট কনফারেন্স ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশের সংশ্লিষ্ট মন্ত্রী ও সরকার প্রতিনিধিদের আগমন ঘটে।
সূত্র: বাখতার