বৃহস্পতিবার | ১৭ জুলাই | ২০২৫

খুলনায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

spot_imgspot_img

খুলনায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ জানুয়ারি সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানায়, নতুন একটি মোটরসাইকেলে সাতক্ষীরা থেকে খুলনার দিকে আসছিলেন দুই আরোহী। মোটরসাইকেলটি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের সিকদার পেট্রোল পাম্পের পশ্চিমে সাতক্ষীরা লাইন কাউন্টারের সামনে পৌঁছালে সাতক্ষীরাগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

খুলনা মহানগরীর হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, সকালে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই জন ঘটনাস্থলেই নিহত হন। নতুন মোটর সাইকেলে করে তারা খেজুরের রস সংগ্রহ করে ফিরছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img