রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

বিশ্ব শান্তির জন্য গুরুতর হুমকি ন্যাটো ও আমেরিকা : উ.কোরিয়া

ন্যাটো ও আমেরিকাকে বিশ্ব শান্তির জন্য গুরুত্বর হুমকি বলে নিন্দা করেছে উত্তর কোরিয়া। সম্প্রতি ন্যাটোর একটি ঘোষণাপত্রে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করার অভিযোগ আনা হয়।

শনিবার (১৩ জুলাই) এই ঘোষণাপত্রের সমালোচনা করে এমন মন্তব্য করে দেশটি।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানায়, ১০ জুলাই ‘ওয়াশিংটন সামিট ডিক্লারেশন’ প্রকাশ করা হয়। ঘোষণাপত্রটি এটিই প্রমাণ করে, আমেরিকা ও ন্যাটো তাদের সংঘাতের হাতিয়ারে পরিণত হয়েছে এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছ।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, দক্ষিণ কোরিয়া ও জাপানসহ ন্যাটো রাষ্ট্র এবং এশিয়ান অংশীদারদের সঙ্গে সামরিক জোট সম্প্রসারণে নেওয়া মার্কিন পদক্ষেপগুলো আঞ্চলিক শান্তিকে গুরুতরভাবে হুমকির মুখে ফেলেছে, আন্তর্জাতিক নিরাপত্তাকে চরমভাবে বিঘ্নিত করছে এবং বিশ্বব্যাপী অস্ত্র প্রতিযোগিতা শুরু করেছে।

সূত্র: রয়টার্স

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img