সৌদি আরবের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধিতে আগ্রহ প্রকাশ করেছে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান।
এই উদ্দেশ্যে গতকাল কাবুলে সৌদি রাষ্ট্রদূত ফয়সাল বিন তালক আল বুকামির সাথে একটি বৈঠক করেছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী।
বৈঠকে, সৌদি আরবের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য আগ্রহ প্রকাশ করেন তিনি। পাশাপাশি উভয় দেশের মধ্যে ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহাসিক বন্ধন তুলে ধরেন মাওলানা মুত্তাকী।
এদিকে, আফগানিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি দেন আল বুকামি। সেই সঙ্গে উভয় দেশের মধ্যে ঐতিহাসিক সংযোগ তুলে ধরেন। পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা প্রতিষ্ঠা ও মাদক দ্রব্য নির্মূলে আফগানিস্তানের প্রচেষ্টারও প্রশংসা করেন তিনি। এছাড়াও আফগানিস্তানে মানবিক সাহায্য প্রেরণ অব্যাহত রাখারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
মাওলানা মুত্তাকী আশা করছেন, আল বুকামির মেয়াদকালীন সময়ের মধ্যেই আফগানিস্তানের সাথে সৌদি আরবের সম্পর্ক উন্নতির মুখ দেখবে।
সূত্র: বাখতার নিউজ