বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪

হাজ্বিদের সেবা দিতে উন্নত প্রযুক্তি ব্যবহার করছে সৌদি

হাজ্বিদের সেবা দিতে ড্রোনের পাশাপাশি বিশেষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছে সৌদি আরব।

বৃহস্পতিবার (১৩ জুন) সৌদি স্বররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়।

মুখপাত্র কর্নেল তালাল বিন আব্দুল মহসিন আল শালুবি বলেন, এবারের হজ্বকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে নব উদ্ভাবিত বিভিন্ন ধরণের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে সৌদি। সুশৃঙ্খল ভাবে হজ্ব আয়োজন ও পর্যবেক্ষণের উদ্দেশ্যে নতুন এলগরিদম প্রয়োগ করা হবে।

হাজ্বিদের চিকিৎসার গতি বাড়াতে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এবারের হজ্বে ড্রোন ব্যবহার করবে বলে তিনি উল্লেখ করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, পবিত্র স্থান ও হজ্ব পালনের জায়গাগুলো থেকে গুরুতর অসুস্থ হাজ্বিদের রক্ত সংগ্রহ করে দ্রুত পার্শ্ববর্তী হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র ও পরীক্ষাগারে পাঠাতে, রোগীদের রক্ত ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে এবারের হজ্বে ড্রোন ব্যবহার করবে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।

অপরদিকে পরিবহন মন্ত্রী সালেহ আল জাসসার জানান, এবারের হজ্ব মৌসুমে সড়ক নিরাপত্তা নিশ্চিত ও যানজট নিয়ন্ত্রণে বিশেষ ধরণের প্রযুক্তি ডিজাইন করা হয়েছে। সয়ংক্রিয়ভাবে সড়কের সর্বশেষ পরিস্থিতির আপডেট জানাতে ড্রোন ব্যবহার করা হবে। নিরাপত্তার উদ্দেশ্যে থার্মাল স্ক্যানিং সিস্টেম চালু করা হবে। বিশেষ প্রযুক্তির ফলে সড়ক পর্যবেক্ষণ ও পদক্ষেপ নেওয়ার সময় ৬০ সেকেন্ড থেকে ১০ সেকেন্ডে নেমে আসবে।

সূত্র: আরব নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img