রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ডিজিটালাইজেশন শুরু করতে যাচ্ছে আফগানিস্তান

দ্রুত সময়ে সেবা দিতে ও রাষ্ট্রীয় পরিষেবা আরো সহজ করতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ডিজিটালাইজেশন শুরু করতে যাচ্ছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

বৃহস্পতিবার (১৩ জুন) বিভিন্ন চেম্বার অফ কমার্সের কর্তাদের সাথে এক বৈঠকে একথা জানান দেশটির উপ-প্রধানমন্ত্রী (প্রশাসন) মাওলানা আব্দুস সালাম হানাফি।

বৈঠকে তিনি বলেন, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সবধরণের সুযোগ সুবিধা দিতে ও দেশে ব্যবসার পরিবেশ উন্নত করতে কাজ করছে ইমারাতে ইসলামিয়ার সরকার।

আফগান উপ-প্রধানমন্ত্রী আরো বলেন, সকলকে দ্রুত সময়ে সেবা দিতে ও রাষ্ট্রীয় পরিষেবা আরো সহজ করতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ডিজিটালাইজেশন শুরু করতে যাচ্ছি আমরা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ডিজিটালাইজেশন আমাদের সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে।

এছাড়া তিনি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের প্রশংসা করেন। তাদের সেবা মূলক ব্যবসায়ীক কার্যক্রমের উপর সন্তুষ্টি প্রকাশ করেন। চেম্বার অফ কমার্সের সভাপতি খাঞ্জান আল কুজী ও হাজ্বি শিরিন আগা সাখীর আবেদনের প্রেক্ষিতে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের নথিপত্র যাচাই ও সরকারী প্রক্রিয়া আরো সহজ করার আশ্বাস দেন।

সূত্র: আল ইমারাহ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img