শনিবার, অক্টোবর ৫, ২০২৪

আমিরাতের কাছে ২৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে আমেরিকা

সংযুক্ত আরব আমিরাতের কাছে ২৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির প্রস্তাবটি এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে বলে কংগ্রেসকে জানিয়েছে আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এসব অস্ত্রের মধ্যে থাকবে এফ-৩৫ এয়ারক্রাফট, সশস্ত্র ড্রোন ও অন্যান্য সরঞ্জাম।

মঙ্গলবার (১৩ এপ্রিল) এ মার্কিন কংগ্রেস সহযোগী এ তথ্য জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছে, বাইডেন প্রশাসন প্রস্তাবিত অস্ত্র বিক্রির বিষয়টি এগিয়ে নিয়ে যাবে। এ প্রস্তাবের বিষয়ে বিস্তারিত পর্যালোচনা ও অস্ত্রের ব্যবহার বিষয়ে আমিরাতের সঙ্গে আলোচনা অব্যাহত আছে।

ডেমোক্রেট নেতা বাইডেন নেতৃত্বাধীন প্রশাসন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মতিতে হওয়া বেশ কিছু চুক্তি পর্যালোচনার জন্য রেখেছিল।

ট্রাম্প প্রশাসন গত নভেম্বরে কংগ্রেসকে জানায়, আরব আমিরাতে অস্ত্র বিক্রি করতে অনুমোদন দেওয়া হয়েছে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হওয়ায় আমিরাতকে অস্ত্র দিতে রাজি হয় ট্রাম্প প্রশাসন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img