রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

ক্যালিফোর্নিয়ার নতুন এক এলাকায় ছড়িয়ে পড়েছে দাবানল

এখনো নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসসহ অন্যান্য এলাকার দাবানল। এর মধ্যেই ক্যালিফোর্নিয়ার আরও একটি এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে।

আগামী কয়েক ঘণ্টায় বাতাসের গতিবেগ বাড়বে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। এ কারণে দাবানল নিয়ন্ত্রণে দমকল বাহিনীর মারাত্মক বেগ পেতে হচ্ছে, ভালো ফল পাওয়া যাচ্ছে না। এখন পর্যন্ত ২৫ জনের প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছে আরো অনেকে।

সোমবার (১৩ জানুয়ারি) নতুন করে ভেনচুরা কাউন্টিতে দাবানল ছড়িয়ে পড়ে। সেখানে আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা। তবে তীব্র বাতাসে বেশ বেগ পেতে হচ্ছে তাদের। ওই এলাকা থেকে স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

ক্যালিফোর্নিয়ার ফরেস্ট্রি ও ফায়ার প্রোটেকশন বিভাগের তথ্যমতে, অঙ্গরাজ্যটিতে বর্তমানে ১২৪টি ছোট-বড় দাবানল দেখা দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬৪ বর্গ কিলোমিটারের বেশি জায়গা। ধ্বংস হয়েছে ১২ হাজারের বেশি অবকাঠামো। পুড়ে ছাই হয়ে গেছে এলাকার পর এলাকা। ঘরবাড়িসহ দামি সব স্থাপনা মিশে গেছে মাটির সঙ্গে। মানুষের দুর্দশা পৌঁছেছে চরমে।

গত মঙ্গলবার আগুনের সূত্রপাতের পর লস অ্যাঞ্জেলেস এলাকায় ছয়টি দাবানল ছড়িয়ে পড়ে। এখনো সক্রিয় রয়েছে তিনটি। এর মধ্যে শহরের পশ্চিম অংশে প্যালেসেইডস ও পূর্বে এটন দাবানলের ভয়াবহতা সবচেয়ে বেশি। এই দুই দাবানল সামান্যই নিয়ন্ত্রণে আনা গেছে। শহরটিতে রেড অ্যালার্ট জারি রয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img