শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪

“এডওয়ার্ড সাইদ’স ওরিয়েন্টালিজম এন্ড দ্যা প্রেসেন্ট উই লিভ ইন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে এডওয়ার্ড সাইদ’স ওরিয়েন্টালিজম এন্ড দ্যা প্রেসেন্ট উই লিভ ইন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টায় অনলাইন প্ল্যাটফর্ম জুমে এই সেমিনার এর আয়োজন করা হয়।

বিভাগের শিক্ষার্থী নুর নাহার বেগম ডেইজির সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক।

সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের সহকারি অধ্যাপক ও বিভাগীয় প্রধান অনিক বিশ্বাস।

সেমিনারে তিনি প্রাচ্যতত্ত্ব, প্রাচ্যতত্ত্বের বিভিন্ন রূপ এবং কিভাবে আমাদের জীবনবোধ এর দ্বারা আক্রান্ত হচ্ছে, তার একটি বিশ্লেষণ তুলে ধরেন।

অসংখ্য শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রানবন্ত হয়ে ওঠা এ অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষকরাও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img