শনিবার, জুলাই ২৭, ২০২৪

অভিসংশনের প্রস্তাব পুরোটাই হাস্যকর: ট্রাম্প

আমেরিকার পার্লামেন্ট ভবন ‘ক্যাপিটল হিলে’ সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে আনা ডেমোক্র্যাটদের অভিসংশনের প্রস্তাবকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। সেই সাথে তার দেওয়া বক্তব্য পুরোপুরি ঠিক ছিল বলে মন্তব্য করেছেন তিনি।

আগামী ২০ জানুয়ারি জো বাইডেন শপথ গ্রহণের পর ট্রাম্প ক্ষমতা থেকে সরে যাবেন। তবে প্রতিনিধি পরিষদে তাকে অভিশংসনের একটি প্রস্তাবে বুধবার ভোটাভুটি হবে বলে ধারণা করা হচ্ছে।

ডোনাল্ড ট্রাম্প বলছেন,আমি মনে করি এটা অভিশংসনের প্রস্তাব আমাদের দেশের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনবে এবং ব্যাপক ক্ষোভের তৈরি করবে। আমি কোনও সহিংসতা চাই না।

ক্যাপিটল হিলে দাঙ্গার পরে প্রথমবারের মতো জনসমক্ষে আসেন ডোনাল্ড ট্রাম্প। ওই দাঙ্গায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে আর ৬০ জনের বেশি মানুষ আহত হয়েছে, যাদের মধ্যে পুলিশ সদস্যরাও রয়েছেন।

সূত্র: বিবিসি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img