রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

টানা বৃষ্টিতে ঢাকার অধিকাংশ সড়কে জলাবদ্ধতা

রাজধানীতে আজ ভোর থেকে শুরু হয় প্রবল বর্ষণ। এতে ইতিমধ্যে অনেক রাস্তায় পানি জমেছে, দেখা দিয়েছে জলাবদ্ধতা।

শুক্রবার (১২ জুলাই) আবহাওয়া অধিদপ্তর জানায়, ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত তারা ঢাকায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।

টানা বৃষ্টিতে রাজধানীর পল্টন, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মৌচাক, মালিবাগ মোড়, শান্তিনগর মোড়ে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এসব এলাকার অলিগলিতে হাঁটুসমান পানি।

এছাড়া কারওয়ান বাজার, গ্রিন রোড, পশ্চিম তেজতুরী বাজার, ফার্মগেট, ধানমন্ডি, মানিক মিয়া অ্যাভিনিউ, তেজগাঁও, মগবাজার, খিলগাঁও, বাসাবো, কাকরাইল, পুরান ঢাকা, মোহাম্মদপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া ও মিরপুরসহ অধিকাংশ এলাকার রাস্তায় পানি জমায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

এদিকে আজ সারাদিনই থেমে থেমে বৃষ্টি হবে জানায় আবহাওয়া অধিদপ্তর।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img