রবিবার, মে ৫, ২০২৪

সাইপ্রাস থেকে গাজ্জার উদ্দেশ্যে রওনা দিয়েছে ত্রাণবাহী জাহাজ

সাইপ্রাসের লারনাকা বন্দর থেকে প্রায় ২০০ টন চাল ও ময়দা নিয়ে সরাসরি গাজ্জার উদ্দেশ্যে রওনা হয়েছে একটি জাহাজ।

সিএনএনের খবরে বলা হয়েছে, গাজ্জায় মানবিক ত্রাণ বহনকারী একটি জাহাজ সাইপ্রাসের বন্দর শহর লারনাকা ত্যাগ করেছে।

ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন (ডব্লিউসিকে) নামে একটি এনজিও এই জাহাজ পরিচালনা করছে।

ডব্লিউসি জানিয়েছে, কয়েক সপ্তাহের প্রস্তুতির পর সাইপ্রাসে আমাদের দল প্রায় ২০০ টন খাবার ওপেন আর্মস বোটে লোড করেছে যা নিদারুণভাবে প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ করবে।

ডব্লিউসিকে আরও জানিয়েছে, তারা সংযুক্ত আরব আমিরাত, সাইপ্রাস এবং স্প্যানিশ এনজিও ওপেন আর্মসের সঙ্গে অংশীদারিত্ব করেছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img