বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

ধর্মীয় রেখা টেনে দেশকে বিভক্ত করছে সরকার : ফারুক আবদুল্লাহ

ভারতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে উদ্দেশ্য করে জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স প্রধান ডা. ফারুক আবদুল্লাহ বলেছেন, সরকার ধর্মীয় রেখা টেনে দেশকে বিভক্ত করছে। এটা বন্ধ হওয়া প্রয়োজন।

শনিবার (১১ মার্চ) নিজ বাসায় বিভিন্ন বিরোধী দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

ফারুক আবদুল্লাহ বলেন, জম্মু-কাশ্মীর একটি ধর্মনিরপেক্ষ রাজ্য। কিন্তু হিন্দুদেরকে মুসলমানদের বিরুদ্ধে এবং মুসলমানদেরকে হিন্দুদের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে। আমরা জম্মু-কাশ্মীর নিয়ে গর্বিত। এটি একটি ধর্মনিরপেক্ষ রাজ্য। এটি ভারতের মুকুট এবং সর্বদা ভারতের মুকুট থাকবে।

সরকারের প্রতি প্রশ্ন তুলে তিনি বলেন, ওরা ২২/২৪ কোটি মুসলমানদের নিয়ে কী করবে? সাগরে নিক্ষেপ করবে? নাকি চীনে পাঠাবে?

তিনি আরও বলেন, জম্মু-কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা প্রত্যাহার করে তাকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল করা সমগ্র দেশের জন্য একটি ট্র্যাজেডি। জম্মু-কাশ্মীর দেশের অবিচ্ছেদ্য অংশ। আমরা এ দেশের। তাহলে আমাদের সাথে কেন এমন করা হচ্ছে? আমরা দেশবিরোধী নই।

ফারুক আবদুল্লাহ বলেন, আমরা দিল্লি গিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করব। আমরা তাদের কাছে দাবি করব যে, এখানে নির্বাচন সময়ের আগে অনুষ্ঠিত হোক এবং জম্মু-কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরে পেতে তাদের সাহায্য চাইব। জাতীয় স্তরে বিভিন্ন বিরোধী দলের নেতাদের সঙ্গে দেখা করব।

সূত্র: পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img