বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪

গাজ্জায় বোমা ফেলে নিজেদের আরো ২ বন্দীকে হত্যা করল ইসরাইল

গত ৯৬ ঘন্টা ধরে অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় বোমা হামলা চালাচ্ছে বোমা হামলা চালাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সেনাবাহিনী। এতে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের কাছে বন্দী ২ জন ইসরাইলি নিহত হয়েছে বলে জানিয়েছে সংগঠনটির সামরিক শাখা আল কাসসাম ব্রিগেড। সেই সঙ্গে আরো ৮ জন বন্দী মারাত্মকভাবে আহত হয়েছে বলেও জানানো হয়েছে।

রবিবার, টেলিগ্রাম চ্যানেলে এ বিষয়টি নিশ্চিত করেছে হামাসের সামরিক শাখা।

বিবৃতিতে বলা হয়েছে, “উপযুক্ত চিকিৎসা না দিতে পারায় আহতদের অবস্থা দ্রুতই খারাপ হচ্ছে। এরকম ক্রমাগত বোমা হামলা করে বন্দীদের আহত করার দায়ভার ইসরাইলকেই নিতে হবে”

ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি গত সপ্তাহে বলেছিলেন, গাজ্জায় হামাসের হাতে বন্দিদের মধ্য থেকে ৩১ জন নিহত হয়েছে।

তিনি বলেন, “আমরা ৩১ টি পরিবারকে জানিয়েছি, হামাসের কাছে বন্দী থাকা তাদের স্বজনেরা আর জীবিত নেই, আমরা তাদের মৃত ঘোষণা করছি।”

উল্লেখ্য, হামাসের কাছে এখনো পর্যন্ত ১৩০ জন বন্দী রয়েছে বলে জানিয়েছেন ড্যানিয়েল হাগারি।

সূত্র: প্রেস টিভি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img