তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সিরিয়াকে পুনরায় যুদ্ধক্ষেত্র ও খন্ডিত হতে দেবে না তুরস্ক। এছাড়াও দেশটির সকল সন্ত্রাসী সংগঠনগুলোকেও নির্মূল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) একে পার্টির এক বৈঠকের পর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এরদোগান বলেন, সিরিয়াকে আবারো বিভক্ত হতে দিতে পারি না আমরা। আমরা চাইনা সিরিয়ার মাটি আবারও যুদ্ধক্ষেত্রে পরিণত হোক।
তিনি বলেন, দায়েস ও কুর্দি সন্ত্রাসী সংগঠন পিকেকে/পিওয়াইডি’কে খুব শীঘ্রই সিরিয়া থেকে মুছে ফেলা হবে। এভাবেই সিরিয়ার প্রতিটি অংশে আঞ্চলিক অখন্ডতা রক্ষা করা হবে। যার ফলে সিরিয়ানদের ঐক্য সুদৃঢ় হবে।
উল্লেখ্য, গত রবিবার সিরিয়াতে সুন্নি মুসলিম যোদ্ধাদের সংগঠন তাহরির আল শামের (এইচটিএস) প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন স্বৈরাচারী বাশার আল আসাদ। এরপর সিরিয়ার রাজধানীসহ অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে এইচটিএস। তবে বেশ কিছু অঞ্চলে সন্ত্রাসী সংগঠন দায়েস ও পিকেকের নিয়ন্ত্রনে এখনো লক্ষ্য করা গেছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড