ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের তালেবান সরকারকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে রাশিয়া।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দেশটির পার্লামেন্টের নিম্ন কক্ষে (ডুমায়) একটি আইন পাসের পক্ষে ভোট দিয়েছেন দেশটির আইনপ্রণেতারা। বিশ্লেষকরা বলছেন, এমন পদক্ষেপের ফলে আফগানিস্তানকে স্বীকৃতি দেওয়ার পথেই রয়েছে রাশিয়া।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিলটি কার্যকর হওয়ার জন্য আরো দুইটি পদক্ষেপের মধ্যে দিয়ে যেতে হবে। প্রথমত, উচ্চকক্ষে এ আইন পাস হতে হবে। দ্বিতীয়ত, আইনে পরিণত হওয়ার জন্য দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাক্ষর দরকার হবে।
প্রসঙ্গত, ২০০৩ সালে আফগানিস্তানের তালেবান সরকারকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কাল তালিকাভুক্ত করে রাশিয়া। দেশটির আইন অনুযায়ী কোন সন্ত্রাসী সংগঠনের সাথে যোগাযোগ করা নিষিদ্ধ। তবে তা সত্ত্বেও আফগানিস্তানের সাথে যোগাযোগ স্থাপন করতে দেখা গেছে রাশিয়াকে। এছাড়াও মস্কো ফোরামের মতো গুরুত্বপূর্ণ বৈঠকেও অংশ নিতে দেখা গেছে আফগানিস্তানের প্রতিনিধিদের।
উল্লেখ্য, ২০২১ সালে পশ্চিমা-সমর্থিত আশরাফ গনি সরকারকে ক্ষমতাচ্যুত করে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান প্রশাসন। এরপর বহু দেশ কাবুলে তাদের দূতাবাস স্থাপন করেছে। এছাড়া গত জুলাই মাসে, ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধে’ তালেবানকে মিত্র হিসেবে উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া