শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

গাজ্জার লাখ লাখ শিশুর শিক্ষাজীবন ধ্বংস করছে ইসরাইল : হা মা স

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলছে, গাজ্জার লাখ লাখ শিশুর শিক্ষাজীবন ধ্বংস করছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। নিরীহ জনগণের বিরুদ্ধে
বর্বর অভিযান বন্ধ করতে ইসরাইলকে বাধ্য করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি ।

সোমবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে হামাস এ কথা বলে।

হামাসের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, গাজার স্কুল শিক্ষার্থীরা দ্বিতীয় বছরের মতো লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। গাজার ছয় লাখ ৩০ হাজার শিক্ষার্থীর শিক্ষার অধিকার কেড়ে নেয়া সকল আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। কাজেই জাতিসংঘের নেতৃত্বাধীন আন্তর্জাতিক সমাজের উচিত অবিলম্বে ইসরাইলি অপরাধযজ্ঞ বন্ধ করার ব্যবস্থা করা।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরাইলি গণহত্যা আমাদের জনগণের প্রতিরোধকামী মানসিকতায় ফাটল ধরাতে বা তাদের পরিচয় মুছে ফেলতে কিংবা তাদের জাতীয় অধিকার কেড়ে নিতে পারবে না।

হামাসের বিবৃতিতে বলা হয়েছে, গাজার স্কুলসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইসরাইলি যুদ্ধ আমাদের শিশুদের ফিলিস্তিনি পরিচয় মুছে ফেলতে পারবে না। এসব অপরাধযজ্ঞ ফিলিস্তিনি জনগণের প্রতিরোধকামী মানসিকতাকে আরো শক্তিশালী করবে।

সূত্র: পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img