রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

ফিলিস্তিন ইস্যুতে চুপ থাকায় পশ্চিমাদের ভণ্ড বলে কটাক্ষ করলেন স্পেনের প্রধানমন্ত্রী

ইউক্রেন ইস্যুতে সোচ্চার, আর ফিলিস্তিন ইস্যুতে চুপ থাকায় ন্যাটো নেতাদের ভণ্ড বলে কটাক্ষ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

বুধবার (১০ জুলাই) ওয়াশিংটনে ৭৫তম ন্যাটো সম্মেলনে এমন কটাক্ষ করেন পেদ্রো সানচেজ।

স্পেনের প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক আইন রক্ষার জন্য আমরা ইউক্রেনকে সমর্থন করছি, তাহলে গাজ্জার প্রতিও আমাদের করণীয় একই। আমাদের একটি সামঞ্জস্যপূর্ণ রাজনৈতিক অবস্থানে থাকা উচিত, যেখানে কোনও দ্বিচারিতা থাকবে না।

স্পেনের প্রধানমন্ত্রী আরও বলেন, ফিলিস্তিনিদের এই ভয়ানক মানবিক সংকট বন্ধ করতে বিশ্বকে চাপ দেওয়া দরকার। ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, অবিলম্বে গাজ্জায় যুদ্ধবিরতির পরিস্থিতি তৈরি করা উচিত।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img