বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

আঙ্কারায় বঙ্গবন্ধুর ভাস্কর্য উন্মোচন করা হবে: মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মুহাম্মাদ আতিকুল ইসলাম বলেছেন, তুরস্কের রাজধানী আঙ্কারায় বঙ্গবন্ধুর ভাস্কর্য উন্মোচন ও বঙ্গবন্ধুর নামে একটি উদ্যানের উদ্বোধন করা হবে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকালে গুলশানের নগর ভবনে ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনাকালে তিনি এ কথা বলেন।

মেয়র আতিক বলেন, আগামী ১৩ ডিসেম্বর তুরস্কের রাজধানী আঙ্কারায় উপস্থিত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি উদ্যানের উদ্বোধন এবং একই শহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি আবক্ষ ভাস্কর্য উন্মোচন করবেন।

মেয়র আতিক আরও বলেন, ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত তুরস্কে অবস্থানকালে আঙ্কারার মেয়রের সঙ্গে অর্থনৈতিক, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, কারিগরী, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প ও বাণিজ্য প্রভৃতি বিষয়ে পারস্পরিক সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন।

তিনি বলেন, তাঁর এই সফর আঙ্কারার সঙ্গে ডিএনসিসির বিশেষ করে তুরস্কের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সৌহার্দপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

আজ শুক্রবার সকালে মেয়র মুহাম্মাদ আতিকুল ইসলাম তুরস্কের রাজধানী আঙ্কারার উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন বলে জানা গেছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img