বুধবার, নভেম্বর ১৩, ২০২৪

অস্ত্র বিষয়ক যে আইন পাস করল আফগানিস্তানের সর্বোচ্চ নেতা

জননিরাপত্তার দিক বিবেচনা করে অস্ত্র বিষয়ক নতুন নির্দেশনা জারি করেছেন ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের সর্বোচ্চ নেতা ও আমিরুল মুমিনীন শাইখুল হাদিস হিবাতুল্লাহ আখুন্দজাদা। এ নির্দেশনা অনুযায়ী, আফগানিস্তানের সকল অস্ত্র ও সামরিক সরঞ্জাম বন্টন, বিতরণ ও নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবেন সর্বোচ্চ নেতা। ফলে এ দায়িত্ব থেকে অব্যাহতি পাচ্ছে দেশটির প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত শুক্রবার (৮ নভেম্বর) এ ডিক্রি জারি করা হয়েছে।

এ বিষয়ে আফগানিস্তানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, “এমন ডিক্রি জারির কারণ হলো সামরিক অস্ত্রের যথাযথ সুরক্ষা নিশ্চিত, অস্ত্রের অপব্যবহার রোধ ও সামগ্রিক নিরাপত্তা অর্জন করা।”

এ বিষয়টি আরো ব্যাখ্যা করেছেন আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি। তিনি বলেন, সংরক্ষিত সকল অস্ত্র ও সামরিক সরঞ্জাম অস্ত্র গুদামে রাখা হবে। শুধুমাত্র সর্বোচ্চ নেতার নির্দেশের মাধ্যমেই এসব অস্ত্র বন্টন করা হবে।

উল্লেখ্য, বিশেষজ্ঞদের মতে জননিরাপত্তার ক্ষেত্রে আফগান সরকারের পক্ষ থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।

সূত্র: তোলো নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img