বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

ভারতে কনসাল জেনারেল নিয়োগ দিল আফগানিস্তান

ভারতের মুম্বাইয়ে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান কনসুলেটে কনসাল জেনারেল নিয়োগ দিয়েছে কাবুল। যা দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে ইঙ্গিত প্রদান করছে। নতুন এই কনসাল জেনারেল আফগানিস্তানের কূটনৈতিক প্রতিনিধি হিসেবে ইতিমধ্যে তার দায়িত্ব পালন শুরু করেছেন বলেও জানা গেছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রটি বলছে, নবনিযুক্ত কনসাল জেনারেলের নাম ইকরামুদ্দিন কামিল। তিনি আন্তর্জাতিক আইনের উপর পিএইচডি সম্পন্ন করেছেন। এছাড়া আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সহযোগিতা এবং সীমান্ত বিষয়ক দপ্তরের ডেপুটি পরিচালকের দায়িত্ব পালন করেছেন তিনি।

প্রসঙ্গত, নবনিযুক্ত কনসাল জেনারেলের বিষয়ে দিল্লির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোন আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করা হয়নি। তবে ভারতের সরকারি একটি সূত্র বলছে, এ বিষয়টিকে কোন ভাবেই তালেবান প্রশাসনকে স্বীকৃতি প্রদানের আগাম পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে না ভারত।

উল্লেখ্য, ভারতের আফগানিস্তান মিশনে বেশ কয়েকবার একজন চার্জ ডি অ্যাফেয়ার্স নিয়োগ করতে চেয়েছে কাবুল। কিন্তু ভারত সরকার কর্তৃক আফগানিস্তানকে স্বীকৃতি না দেওয়ার ফলে এ প্রচেষ্টা বারবার ভেস্তে গেছে। তবে মানবিক ইস্যুতে তালেবান প্রশাসনের সাথে বেশ ঘনিষ্ঠভাবেই কাজ করতে দেখা যাচ্ছে দিল্লিকে। তাছাড়া এখনো পর্যন্ত দিল্লিতে আফগান দূতাবাস খোলা রেখেছে ভারত।

সূত্র: বাখতার নিউজ এজেন্সি, টাইমস অব ইন্ডিয়া, কেপি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img