বি. বাড়িয়ায় ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার যুবকের নাম আবুল কাশেম (২৭)। তিনি জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর গ্রামের বাবুল মিয়ার ছেলে।
বুধবার (১০ নভেম্বর) ভোর রাতে বি. বাড়িয়ার পৌর এলাকার ভাদুঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাষ্ট্রীয় শৃঙ্খলাবিরোধী ও ধর্মীয় উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।