সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করল ফিলিস্তিনিরা

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেছে ফিলিস্তিনের নির্যাতিত মুসল্লিরা। তবে সেখানে নেই ঈদের আনন্দ। আছে ধ্বংসযজ্ঞ, মানুষের মৃত্যু, আর আছে প্রিয়জন হারানোর বেদনা। এর মধ্যেই ঈদ উদযাপন করছেন ফিলিস্তিনিরা।

বুধবার (১০ এপ্রিল) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, ফিলিস্তিনিরা বুধবার গাজ্জা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের আল-ফারুক মসজিদের ধ্বংসাবশেষে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে। মসজিদের ধ্বংসাবশেষে ফিলিস্তিনিদের ঈদের নামাজের ছবিও সামনে এসেছে।

সেখানে বুধবার সকালে রাফাহ শহরের ওই মসজিদের ধ্বংসাবশেষের পাশেই ফিলিস্তিনিদের ঈদুল ফিতরের নামাজ আদায় করতে দেখা যায়।

এদিকে গাজ্জার রাফাহতে ঈদের দিনও ইসরাইলী ড্রোন সেখানকার আকাশে চক্কর দিচ্ছে।

আল জাজিরা বলছে, দখলদার ইসরাইলী সামরিক ড্রোনগুলো এখনও (রাফাহ) জেলার এই অংশে চক্কর দিচ্ছে। আর এর লক্ষ্য শুধুমাত্র ফিলিস্তিনিদের এটিই মনে করিয়ে দেওয়া যে, আনন্দ ও উদযাপনের এমন দিনেও তাদের জন্য নিরাপত্তা বলে কিছু নেই।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img