মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

গাজ্জা যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর দৃষ্টিভঙ্গি ভুল: বাইডেন

ফিলিস্তিনের গাজ্জায় চলমান যুদ্ধ নিয়ে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দৃষ্টিভঙ্গিকে ভুল বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার (৯ এপ্রিল) প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন।

আমেরিকার স্প্যানিশ ভাষার টিভি নেটওয়ার্ক ইউনিভিসনকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, আমি মনে করি নেতানিয়াহু যা করছেন তা ভুল। তার দৃষ্টিভঙ্গির সঙ্গে আমি একমত নই।

এর আগে গাজ্জায় ইসরাইলী বোমাবর্ষণকে নির্বিচারি এবং সামরিক পদক্ষেপ অতিরঞ্জিত বলে সমালোচনা করেছিলেন জো বাইডেন।

গত সপ্তাহে হোয়াইট হাউজ বলেছিল, নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছিলেন, ত্রাণকর্মী ও বেসামরিকদের সুরক্ষায় নির্দিষ্ট পদক্ষেপ না নিলে যুদ্ধে ইসরাইলকে দেওয়া মার্কিন সহযোগিতা পুনর্বিবেচনা করা হবে।

ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন নামের একটি ত্রাণ গোষ্ঠীর সাত কর্মী ইসরােইলী বিমান হামলায় নিহতের পর এই ফোনালাপ অনুষ্ঠিত হয়েছিল।

সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, আমি যে আহ্বান জানাচ্ছি তা হলো শুধু একটি যুদ্ধবিরতি, যা আগামী ছয় থেকে আট সপ্তাহ হতে পারে। এতে খাবার ও ওষুধ দেশটিতে প্রবেশ করবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img