শনিবার, অক্টোবর ১২, ২০২৪

মিয়ানমারে গুলি চালিয়ে ১০ পুলিশের প্রাণ কেড়ে নিল সশস্ত্র বিদ্রোহীরা

মিয়ানমারে শান প্রদেশে সশস্ত্র ব্যক্তিদের গুলিতে অন্তত ১০ পুলিশ নিহত হয়েছে।

আজ শনিবার (১০ এপ্রিল) ভোরবেলায় শান প্রদেশের নাউংমন অঞ্চলে এই হামলার ঘটনা ঘটে।

ক্ষুদ্র জাতিসত্তাগুলোর সশস্ত্র বিদ্রোহীদের একটি জোট এর সঙ্গে জড়িত। বিদ্রোহী এই জোট সেদেশে সেনা অভ্যুথানের বিরোধিতা করে আসছে প্রথম থেকেই। এই বিদ্রোহী জোটে রয়েছে আরাকান আর্মি, তাং ন্যাশনাল লিবারেশন আর্মি ও মিয়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি।

শান নিউজ নামের স্থানীয় সংবাদমাধ্যম হামলায় দশজন পুলিশ নিহত হয়েছে বলে জানালেও অপর সংবাদ সংস্থা শুয়ি ফি মিয়ায় বলছে, নিহত পুলিশের সংখ্যা ১৪।

গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাতের পর থেকে দেশটির জনগণ সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। এসব বিক্ষোভে গুলি চালিয়ে ছয়শ’রও বেশি বিক্ষোভকারীকে হত্যা করেছে
দেশটির নিরাপত্তা বাহিনী।

সহিংসতা বৃদ্ধির মধ্যেই দেশটির প্রায় এক ডজন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে সামরিক সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করার ঘোষণা দিয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img