বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

আজ রাতেই কানাডা চলে যেতে পারেন মুরাদ

অশ্লীলতার দায়ে পদত্যাগে বাধ্য হওয়া তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান আজ রাতেই কানাডা পাড়ি জমাচ্ছেন। কানাডায় যাওয়ার জন্য বুধবার টিকিট কেটেছেন তিনি। সংশ্লিষ্ট এয়ারলাইনস সূত্রে এ তথ্য জানা গেছে ।

সদ্য সাবেক এই প্রতিমন্ত্রীর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, প্রতিমন্ত্রী থাকা অবস্থায় মুরাদ হাসানের যে লাল পাসপোর্ট (বিশেষ পাসপোর্ট) ছিলো, সেটি পদত্যাগের দিন গত মঙ্গলবার তাঁর কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য মতে, মুরাদ প্রথমে সপরিবারে দেশের বাইরে যাওয়ার চিন্তা করেন। কিন্তু পরিবারের অন্য সদস্যদের ভিসা না থাকায় শেষ পর্যন্ত একাই দেশত্যাগের চেষ্টা করছেন ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img