বুধবার, নভেম্বর ১৩, ২০২৪

১৫ বছরে ৮৬ খুন, ১৪ নারী ধর্ষণ করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ

২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এই পনেরো বছরে সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ে ৮৬ জনকে হত্যা ও ১৪ জন নারীকে ধর্ষণ করেছে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ।

শনিবার (৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে নিরাপদ বাংলাদেশ চাই-এর আয়োজনে ‘শিক্ষাঙ্গনে সন্ত্রাস: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে এমন তথ্য উঠে এসেছে।

সেমিনারে ‘ছাত্র রাজনীতির অন্ধকারের এক যুগ’ বিষয়ক গবেষণা প্রবন্ধে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্মীদে ১৫ বছরের অপরাধজজ্ঞ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫১ জন শিক্ষার্থী খুন। ধর্ষিত হয়েছেন ১৪ জন নারী। যৌন নিপীড়নের স্বীকার হয়েছেন ৬৯ জন। ১৫ বছরে তাদের দ্বারা নির্যাতনের স্বীকার হয়েছে এক হাজার ৩২ জন শিক্ষার্থী। ৫৩টি চাঁদাবাজি। ৩৯টি টেন্ডারবাজি। ৩০টি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে নিষিদ্ধ এই সংগঠন। নিজেদের দলীয় কোন্দলে প্রাণ হারিয়েছে ৪৭ জন। পরীক্ষায় নকল জালিয়াতি ও ভুয়া বাণিজ্যে গত ১৫ বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ৩৭টি ঘটনার সবগুলোর সঙ্গেই জড়িত ছিল ছাত্রলীগ।

অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন সন্ত্রাসের আখড়া না হয় সেদিকে খেয়াল রাখছে অন্তর্বর্তী সরকার। সেইসঙ্গে ভবিষ্যতে নির্বাচিত সরকারকেও সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, এই সরকার চায় বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ হোক। ক্যাম্পাসগুলো কোনভাবেই সন্ত্রাসীর আড্ডা বানাতে দেওয়া হবে না। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ছিল ফ্যাসিবাদের মূল সৈনিক। ছাত্রলীগ পুরো জাতিকে জিম্মি করে রেখেছিল। বাংলাদেশকে নিরাপদ করতে হলে শিক্ষাঙ্গনকে নিরাপদ করতে হবে। আরেকটি ছাত্রলীগ যাতে তৈরি না হয় শিক্ষাঙ্গনে সে ব্যবস্থা সবাই মিলে নিতে হবে। সবার ক্ষেত্রে সচেতনতা তৈরি করতে হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img